অবিলম্বে সপ্তম বেতন কমিশন এবং কমপক্ষে ২টি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা পরিষেবা চালুর দাবিতে এবং SLA কর্মচারীদের কাজ থেকে বসানোর প্রতিবাদ সহ শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবিতে ন্যাশনাল ইউনিয়ন অফ বিএসএনএল ওয়ার্কার্স (FNTO)-এর কলকাতা টেলিফোন সার্কেলের আহ্বানে টেলিফোন ভবনে আজ একটি গেট মিটিং-এর আয়োজন করা হয়েছিল।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএনটিইউসি-পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সভাপতি জনাব মোঃ কামরুজ্জামান কামার, আইএনটিইউসি-পশ্চিমবঙ্গ রাজ্য শাখার বরিষ্ঠ সহ-সভাপতি শ্রী আশীষ কুন্ডু, আইএনটিইউসি – পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সাধারণ সম্পাদক শেখ সামাদ, আইএনটিইউসি-পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সম্পাদক শ্রী পূরব কুমার বসু, আইএনটিইউসি-হুগলী জেলা শাখার সভাপতি শ্রী বরুণ কুমার দাস, আইএনটিইউসি-পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সভাপতি শ্রী কমল কিশোর খান্না, আইএনটিইউসি-মহিলা শাখার রাজ্য সহ-সভানেত্রী শ্রীমতী শায়েস্তা কাদির, এফএনটিও’র সার্কেলের সম্পাদক শ্রী রবীন রজক, এফএনটিও’র সার্কেলের যুগ্ম সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র শীল, এফএনটিও’র সার্কেলের অর্থ সম্পাদক শ্রী বিকাশ জয়সওয়াল, এফএনটিও’র সার্কেলের সহ-সম্পাদক শ্রী সঞ্জয় মজুমদার, এফএনটিও’র সার্কেলের সহ-সম্পাদক শ্রী গৌতম দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।


