You are currently viewing আইএনটিইউসি রাজ্য সভাপতি এম কামরুজজামান কামারের নির্দেশে আজ সকালবেলা রাজ্য আইএনটিইউসি সেবাদলের সদস্যগন, সভাপতি প্রমোদ পান্ডের নেতৃত্বে বউবাজার মোড়ে প্রতীকী ডক্টর মনমোহন সিংহ সাহেব (প্রাক্তন প্রধানমন্ত্রী) কে নিয়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে

আইএনটিইউসি রাজ্য সভাপতি এম কামরুজজামান কামারের নির্দেশে আজ সকালবেলা রাজ্য আইএনটিইউসি সেবাদলের সদস্যগন, সভাপতি প্রমোদ পান্ডের নেতৃত্বে বউবাজার মোড়ে প্রতীকী ডক্টর মনমোহন সিংহ সাহেব (প্রাক্তন প্রধানমন্ত্রী) কে নিয়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে

  • Post author:
  • Post category:News

আইএনটিইউসি রাজ্য সভাপতি এম কামরুজজামান কামারের নির্দেশে আজ সকালবেলা রাজ্য আইএনটিইউসি সেবাদলের সদস্যগন, সভাপতি প্রমোদ পান্ডের নেতৃত্বে বউবাজার মোড়ে প্রতীকী ডক্টর মনমোহন সিংহ সাহেব (প্রাক্তন প্রধানমন্ত্রী) কে নিয়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে, (গতকালের বিজেপি নেতাদের দ্বারা এক ঘৃণ্য মন্তব্যের বিরুদ্ধে,) সন্দেশখালিতে কর্তব্যরত একজন আইপিএস অফিসার শ্রী জসপ্রীত সিং যার মাথায় কেবলমাত্র পাগড়ি ছিল বলে তাকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সমগ্র শিখ সম্প্রদায়ের মানুষের মনে আঘাত দিয়েছেন, তারই প্রতিবাদে গর্জে ওঠা হয়।

এই কর্মসূচিতে অংশ নেন যথাক্রমে শ্রী শঙ্কর নাথ হাজরা, শ্রী শুকদেব সিং, শ্রী জয়দেব চক্রবর্তী, শ্রী নারায়ণ বিতর,  শীলা দি, শ্রী সমিত দাস, শ্রী সুনীল সিং, সোমা দেবী, শ্রী সত্য নারায়ণ বিশ্বাস, শ্রী সুনীল সিং, শ্রী পার্থ দে, গীতিকা মির্দ্যা, শ্রী দীনেশ পান্ডে, শ্রী অরিজিৎ বারিক, শ্রী বীরেন্দ্র পাসি, শ্রী ইন্দ্র কুমার দে, মোঃ মূর্তজা। এছাড়াও আরো বহু মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠানটি অত্যন্ত সফল ভাবে অনুষ্ঠিত হয়।