আজ পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস আয়োজিত “বিজয়া সম্মালনী” অনুষ্ঠিত হয় হাওড়া জেলা কংগ্রেস কার্যালয়ে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিইউসির সভাপতি মহ কামরুজ্জামান কামার সাহেব। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি পলাশ ভান্ডারী। আয়োজনে ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সম্পাদিকা প্রিয়মা দাস। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুব কংগ্রেস সহ সভাপতি বিশ্বজিৎ সরকার।
প্রদেশ কিষাণ কংগ্রেসের সভাপতি তপন দাস, রাজ্য আইএনটিইউসির সাধারণ সম্পাদক মানস ব্যানার্জী, আইএনটিইউসি সেবাদল শাখার সভাপতি প্রমোদ পান্ডে, মধ্য কলকাতা আইএনটিইউসি সভাপতি ও প্রদেশ যুব কংগ্রেস সহ সভাপতি মহ ইমরান খান এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও সত্যম বাগানী, প্রভাত সাউ, সুনীল সিং, মনোজ সিং, শঙ্কর নাথ হাজরা সহ অন্যান্য আইএনটিইউসি, কংগ্রেস ও যুব কংগ্রেস নেতৃত্ব ও সদস্য উপস্থিত ছিলেন।