গত দুদিন আগেই দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছেন সমস্ত নির্বাচনী বন্ডের প্রকৃত হিসাব জনগণকে জানাতেই হবে কারণ; আরটিআই নিয়ম অনুযায়ী সব তথ্য জনগনের জানার অধিকার আছে, অথচ কেন্দ্রীয় সরকার প্রতিহিংসা পরায়নবশত: এক নির্দেশ জারী করে জাতীয় কংগ্রেসের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, এটা আম জনতার দ্বারা দেওয়া “ন্যায় যাত্রা অনুদান”।
আমরা হিসাব নিয়ে প্রস্তুত। চোর বিজেপি দাঙ্গাবাজ সরকার নিজেকে বাঁচাতে আম জনতার টাকার দিকে নিশানা করলো, কারণ; তাদের নিজেদের হিসাব দেবার ভয়।
এর প্রতিবাদে আইএনটিইউসি পশ্চিমবঙ্গ শাখার সভাপতি জনাব এম কামরুজজামান কামারের নির্দেশে, রাজ্য আইএনটিইউসি সেবাদল, সভাপতি প্রমোদ পান্ডের নেতৃত্বে আজ পথে নেমেছিল মোদী সরকারের বিরুদ্ধে, প্রতীকী অমিত শাহকে সঙ্গী করে এক প্রতিবাদী আন্দোলন সংঘঠিত করতে।