কর্পোরেটবান্ধব কেন্দ্রীয় সরকারের শ্রমিক-কৃষক ও জনস্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে আজ সারা দেশব্যাপী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, শ্রমিক-কর্মচারী ও শিল্পভিত্তিক ফেডারেশন সমূহ এবং সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে, শ্রমিক কৃষক-ক্ষেতমজুর সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে, আইএনটিইউসি-সহ আরো ১৪টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ১২ই জুলাই কমিটি ও শ্রমিক-কর্মচারী ও শিল্পভিত্তিক ফেডারেশনগুলির কলকাতা জেলা শাখাগুলির উদ্যোগে, বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রির সামনে বিশাল একটি অবস্থান সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আইএনটিইউসি-পশ্চিমবঙ্গ শাখার মাননীয় সভাপতি জনাব মোঃ কামরুজ্জামান কামার সাহেবের নির্দেশে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএনটিইউসি-পশ্চিমবঙ্গ শাখার বরিষ্ঠ সহ-সভাপতি শ্রী সুভাষ চন্দ্র নাহা, আইএনটিইউসি-পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক জনাব শেখ সামাদ, আইএনটিইউসি-পশ্চিমবঙ্গ শাখার বরিষ্ঠ সম্পাদক শ্রী তপন আগরওয়াল, আইএনটিইউসি-পশ্চিমবঙ্গ শাখার বরিষ্ঠ সম্পাদক ও সোশ্যাল মিডিয়া ইন-চার্জ শ্রী সৌরভ কুন্ডু, আইএনটিইউসি-পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক ও সোশ্যাল মিডিয়া কো-কোঅর্ডিনেটর শ্রী পূরব কুমার বসু, আইএনটিইউসি- পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক শ্রী রাকেশ শুক্লা, আইএনটিইউসি-মধ্য কলকাতা জেলা শাখার সভাপতি জনাব মোঃ ইমরান খান, আইএনটিইউসি – বড়বাজার শাখার কার্যকরী সভাপতি শ্রী যোগেন্দ্র মিশ্র, আইএনটিইউসি-দক্ষিণ ২৪ পরগণা-১ জেলার সভাপতি শ্রী প্রশান্ত মন্ডল, আইএনটিইউসি- দক্ষিণ ২৪ পরগণা -২ জেলা শাখার সভাপতি শ্রী গোপীনাথ নাইয়া, আইএনটিইউসি-সেবাদল শাখার রাজ্য সভাপতি শ্রী প্রমোদ পান্ডে সহ রাজ্য আইএনটিইউসি অনুমোদিত বিভিন্ন ইউনিয়নের অসংখ্য নেতাকর্মীরা। উক্ত অনুষ্ঠানে রাজ্য আইএনটিইউসি’র তরফে বলিষ্ঠ বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ সামাদ।