You are currently viewing কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সিকে রক্ষার স্বার্থে আজ পশ্চিমবঙ্গ রাজ্য INTUC সেবাদলের সভাপতি “ট্যাক্সিম্যান” শ্রী প্রমোদ পান্ডের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল আজ পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী শ্রী স্নেহাশীষ চক্রবর্তীর সঙ্গে দেখা করেন

কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সিকে রক্ষার স্বার্থে আজ পশ্চিমবঙ্গ রাজ্য INTUC সেবাদলের সভাপতি “ট্যাক্সিম্যান” শ্রী প্রমোদ পান্ডের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল আজ পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী শ্রী স্নেহাশীষ চক্রবর্তীর সঙ্গে দেখা করেন

  • Post author:
  • Post category:News

কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সিকে রক্ষার স্বার্থে আজ পশ্চিমবঙ্গ রাজ্য INTUC সেবাদলের সভাপতি “ট্যাক্সিম্যান” শ্রী প্রমোদ পান্ডের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল আজ পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী শ্রী স্নেহাশীষ চক্রবর্তীর সঙ্গে দেখা করেন।

প্রতিনিধিদলে ছিলেন মধ্য কলকাতা INTUC সভাপতি শ্রী ইমরান খান এবং পশ্চিমবঙ্গ প্রদেশ INTUC সেবাদলের সাধারণ সম্পাদক শ্রী শঙ্কর হাজরা মহাশয়।

প্রতিনিধি দলের সাথে মাননীয় মন্ত্রীর আলোচনা আজ অত্যন্ত সদর্থক হয়েছে। মাননীয় পরিবহনমন্ত্রী জানিয়েছেন যে কলকাতা শহরে হলুদ ট্যাক্সি থাকবেই। সব “যাত্রী সাথী”এবং “No Refusal” ট্যাক্সির রং হলুদ করতে সার্কুলার জারি করা হয়েছে পরিবহন দপ্তরের তরফে।

কলকাতা হাইকোর্টে, বামফ্রন্ট সরকারের সময়কার উদাহরণ টেনে, হলুদ ambassador ট্যাক্সির সময়সীমা বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছে।

আগামীদিনে নতুন ট্যাক্সি হলুদ রঙেরই বেরোবে। হিন্দুস্তান মোটরস যদি ব্যবস্থা না করতে পারে, তাহলে অন্য গাড়ি কোম্পানির সাহায্য নেওয়া হবে। হলুদ ট্যাক্সি চালকদের রুটিরুজি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টিও পরিবহন মন্ত্রী দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

স্নেহাশিস বাবু জানিয়েছেন যে তিনি “হলুদ ট্যাক্সি বাঁচাও আন্দোলন”-এর প্রতি সহানুভূতিশীল এবং হলুদ ট্যাক্সিকে হেরিটেজ বানানোর সমর্থক।

শেষে INTUC সেবাদলের দেওয়া উপহার হলুদ ট্যাক্সি আঁকা Tee Shirt এবং Greetings Card পরিবহন মন্ত্রী গ্রহণ করেন এবং বিনিময়ে INTUC সেবাদলের প্রতিনিধিদের অকুণ্ঠ ধন্যবাদ জানান।

কলকাতার হেরিটেজ হলুদ ট্যাক্সি রক্ষার জন্য পরিবহন মন্ত্রী অভিভাবক হয়ে পাশে দাঁড়ানোয় পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটিইউসি সভাপতি মহ: কামরুজ্জামান কামার ও রাজ্য আইএনটিইউসি সেবাদলের তরফে রাজ্য পরিবহন মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানানো হয়।