You are currently viewing কোচবিহার জেলা আইএনটিইউসি মহিলা ওয়ার্কার কমিটির আহবানে গোপালপুর কালির হাট দলনাথ হাই স্কুলে আজ মহিলা অসংগঠিত কর্মীদের নিয়ে সভা

কোচবিহার জেলা আইএনটিইউসি মহিলা ওয়ার্কার কমিটির আহবানে গোপালপুর কালির হাট দলনাথ হাই স্কুলে আজ মহিলা অসংগঠিত কর্মীদের নিয়ে সভা

  • Post author:
  • Post category:News

কোচবিহার জেলা আইএনটিইউসি মহিলা ওয়ার্কার কমিটির আহবানে গোপালপুর কালির হাট দলনাথ হাই স্কুলে আজ মহিলা অসংগঠিত কর্মীদের নিয়ে সভা হয়, মহিলা কর্মী মিড ডে মিল ওয়ার্কার, আইসিডিএস অঙ্গনাওয়ারী কর্মী ও আশা কর্মীদের ন্যূনতম সরকারি মজুরি প্রদান করতে হবে, এসসি/এসটি কর্মীদের সমাজে বিভিন্নভাবে না যে আলো হতে হয় তার প্রতিবাদে জানানো হয়, হাতরাস কান্ড থেকে স্বর্ণপদক প্রাপ্ত জাতীয় মহিলা কুস্তিগিরদের ওপর যৌন লাঞ্ছনা ও সাম্প্রতিক রাজ্যের সন্দেশখালিতে মহিলাদের ওপর মধ্যযুগীয় আচরণের প্রতিবাদ করা হয় এবং এ বিষয়ে মহিলাদের সংঘবদ্ধ ভাবে লড়াইয়ের করার ডাক দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সদস্য ও কোচবিহার জেলা আইএনটিইউসি সভাপতি বিশ্বজিৎ সরকার, মহিলা আইএনটিইউসি’র রাজ্য নেত্রী সিন্ধু বালা বর্মন, মিড ডে মিল ওয়ার্কার ইউনিয়ন নেত্রী মঞ্জু বর্মন, অলকা বর্মন,আইসিডিএস অঙ্গনাওয়ারী কর্মী নেত্রী শান্তি বর্মন, মাথাভাঙ্গা মহকুমা আইএনটিইউসি নেতৃত্ব মানিক দে, তালিবুল কাজী প্রমুখ নেতৃবৃন্দ।