রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ বন্ধ করা, নবপ্রণীত শ্রমবিধি বাতিল, ন্যূনতম বেতন ২৬০০০ টাকা করা, কর্মী পেনশন প্রকল্পে মাসিক ন্যূনতম পেনশন ৯০০০ টাকা করা সহ একগুচ্ছ দাবিতে আগামী ২০শে মে (মঙ্গলবার) দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে আইএনটিইউসি সহ বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি যথা সিটু, এআইটিইউসি, এইচএমএস, এআইইউটিইউসি, টিইউসিসি, এসইডব্লিউএ সহ একাধিক ফাংশনাল ফেডারেশন ও সংগঠনসমূহ।
আইএনটিইউসি ও অন্যান্য শ্রমিক সংগঠনগুলির দীর্ঘ দিনের অভিযোগ যে এনডিএ সরকারের বিভিন্ন কর্মী-বিরোধী নীতির কারণে কাজ হারাচ্ছেন বহু মানুষ। এরপরে নব শ্রমবিধি চালু হলে চূড়ান্ত অসুবিধা ও অনিশ্চয়তার মুখে পড়বেন কর্মীরা। এই পরিস্থিতিতে দেশব্যাপী বিক্ষোভ প্রতিবাদ পথে নামতে চলেছে শ্রমিক সংগঠনগুলি। তারই পদক্ষেপ হিসেবে আগামী ২০শে মে দেশজুড়ে ধর্মঘটের ঘোষণা করা হয়েছে।
আইএনটিইউসি সহ সকল শ্রমিক সংগঠনগুলির ঐকান্তিক প্রচেষ্টায় ও সহযোগিতায় এই ধর্মঘট সফল করে তুলতে হবে ও কেন্দ্রীয় সরকারকে আমাদের দাবিসমূহ অবিলম্বে মেনে নিতে বাধ্য করা যাবে বলে আমাদের আশা ও বিশ্বাস।
রাজ্য সভাপতি কর্তৃক, সকল জেলা সভাপতিদের, অবিলম্বে এই সম্পর্কিত নির্দেশিকা ও আবশ্যিক উপদেশ দেওয়া হবে।



