You are currently viewing সাম্প্রদায়িক মেরুকরণ ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আইএনটিইউসি সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের যৌথ মঞ্চের ডাকে ২০শে মে ২০২৫ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ মৌলালী যুব কেন্দ্রে রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয়

সাম্প্রদায়িক মেরুকরণ ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আইএনটিইউসি সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের যৌথ মঞ্চের ডাকে ২০শে মে ২০২৫ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ মৌলালী যুব কেন্দ্রে রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয়

  • Post author:
  • Post category:News

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে, শ্রমকোড বাতিল, রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারীকরণ বন্ধ, অবিলম্বে জাতীয় শ্রম সম্মেলনের ব্যবস্থা, প্রকল্প ও ঠিকা কর্মীদের স্থায়ীকরণ সহ ১৭ দফা দাবীতে এবং কর্পোরেট-কম্যুনাল অশুভ জোট, সাম্প্রদায়িক মেরুকরণ ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আইএনটিইউসি সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের যৌথ মঞ্চের ডাকে ২০শে মে ২০২৫ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ মৌলালী যুব কেন্দ্রে রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএনটিইউসি-পশ্চিমবঙ্গ শাখার সভাপতি জনাব মোঃ কামরুজ্জামান কামার, আইএনটিইউসি-পশ্চিমবঙ্গ শাখার বরিষ্ঠ সহ-সভাপতি শ্রী সুভাষ নাহা, আইএনটিইউসির-পশ্চিমবঙ্গ শাখার সহ-সভাপতি শ্রী ব্রজ মাধব ঘোষ, আইএনটিইউসি পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক শ্রী দিব‍্যেন্দু মিত্র, আইএনটিইউসি-পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক শেখ সামাদ, আইএনটিইউসি-পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক শ্রী এস কে ব্যানার্জি, আইএনটিইউসি-পশ্চিমবঙ্গ শাখার বরিষ্ঠ সম্পাদক জনাব আরিফ আহমেদ শেখ, আইএনটিইউসি-পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক শ্রী স্বপন সরকার, আইএনটিইউসি-পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক পূরব কুমার বসু, আইএনটিইউসি-পশ্চিম বর্ধমান জেলা শাখার সভাপতি শ্রী সুভাষ সাহা, আইএনটিইউসি-সেবাদল শাখার সভাপতি শ্রী প্রমোদ পান্ডে, আইএনটিইউসি মহিলা শাখার সহ-সভানেত্রী শ্রীমতী শায়েস্তা কাদির সহ আইএনটিইউসি অনুমোদিত বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।