আজ ২২ শে শ্রাবণ।
আমাদের প্রাণের শান্তি, আত্মার আরাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ।
মানবিক মূল্যবোধের অবক্ষয়ে সভ্যতা আজ দিশাহারা; দেশে-বিদেশে আক্রান্ত মানবতা।
এই কঠিন সময়ে আলোর দিশা খুঁজতে আমরা পাথেয় করি রবীন্দ্রনাথেরই দেখানো পথ….
“মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ…”
#RememberingRabindraNathTagore