ওয়েলিংটন জুট মিলের আইএনটিইউসি অনুমোদিত ইউনিয়নের বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএনটিইউসি পশ্চিমবঙ্গ শাখার সভাপতি জনাব এম কামরুজ্জামান কামার সাহেব

  • Post author:
  • Post category:News

গতকাল ওয়েলিংটন জুট মিলের আইএনটিইউসি অনুমোদিত ইউনিয়নের বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএনটিইউসি পশ্চিমবঙ্গ শাখার সভাপতি জনাব এম কামরুজ্জামান কামার সাহেব ও মুখ্য অতিথি হিসাবে ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রী শুভঙ্কর সরকার ও প্রাক্তন সাংসদ শ্রী প্রদীপ ভট্টাচার্য মহাশয়।

উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিইউসি’র সহ-সভাপতি ও জুট ইন্ডাস্ট্রির বর্ষীয়ান নেতা মাষ্টার নিজাম সাহেব, রাজ্য আইএনটিইউসি’র সাধারণ সম্পাদক শ্রী দিব‍্যেন্দু মিত্র, হুগলী জেলা সভাপতি আইএনটিইউসি শ্রী বরুন কুমার দাস, রাজ্য আইএনটিইউসি’র বরিষ্ঠ সম্পাদক শ্রী তপন আগরওয়াল ও চন্দ্রমা রায়, প্রবীর অধিকারী, পারভেজ অন্জুম, অশোক কুমার খান, মহঃ রইস, রাজেশ পাসওয়ান, নব বায়, মহঃ জাকির, ড. আমজাদ আনসারি প্রমুখ নেতৃত্ব।