কর্মস্থলে নারী নিরাপত্তা ও যৌন হেনস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই অসাধারণ কাজ করছেন “সংহিতা” ও “নাগরিক মঞ্চ”।
কর্মক্ষেত্রে যৌন হেনস্থা লঙ্ঘন করে নারীর মানবাধিকার, লিঙ্গসাম্য, জীবিকার অধিকার এবং সর্বোপরি মর্যাদার সাথে বাঁচার অধিকার।
এই বিষয়ে ইউপিএ-২ সরকারের আমলে গত ২০১৩ সালে পাশ হয় “কর্মক্ষেত্রে যৌন হেনস্থা (নিবারণ, প্রতিরোধ ও প্রতিকার) আইন।
উক্ত আইন সম্পর্কে প্রান্তিক নারীকর্মীদের মধ্যে (মূলতঃ অঙ্গনওয়াড়ি ও আশা কর্মী) সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ নাগরিক মঞ্চ ও সংহিতার যৌথ উদ্যোগে কলকাতার একাডেমী অব ফাইন আর্টসের সভাগৃহে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও সামাজিক সংস্থাগুলির উপস্থিতিতে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটিইউসির সভাপতি জনাব মোঃ কামরুজ্জামান কামার সাহেবের নির্দেশে প্রতিনিধিত্ব করেন পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটিইউসির বরিষ্ঠ সম্পাদক ও মিডিয়া কোঅর্ডিনেটর শ্রী সৌরভ কুন্ডু, পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটিইউসির সম্পাদক ও মিডিয়া কো-কোঅর্ডিনেটর শ্রী পূরব কুমার বসু ও পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা আইএনটিইউসির সভানেত্রী শ্রীমতি শ্রাবন্তী সিং সহ অন্যান্য নেতৃবৃন্দ।