আপনারা সকলে অবহিত আছেন যে, “সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ” এবং “১২ই জুলাই কমিটি” সহ সমস্ত ফেডারেশন সমূহের এক যৌথ মিটিং আজ ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ (সোমবার) কলকাতার রাজাবাজার ট্রাম ডিপো-তে, পূর্ব নির্ধারিত সময়ে (দুপুর ১টা থেকে) অনুষ্ঠিত হয়েছে। এই জমায়েত ও সভার উদ্দেশ্য ছিলো, রাজ্য সরকারের কলকাতা থেকে ট্রাম প্রত্যাহারের অযৌক্তিক, স্বেচ্ছাচারী এবং দুঃখজনক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। এই সিদ্ধান্তের ফলে কলকাতা শহরে ট্রামের মতো একটি ঐতিহ্যমণ্ডিত, অপেক্ষাকৃত অনেক সস্তা ও পরিবেশ-বান্ধব পরিবহন মাধ্যম হিসেবে ব্যবহার বন্ধ হয়ে যাবে।
সেইমতো, পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটিইউসি’র সভাপতি জনাব কামরুজ্জামান কামার সাহেবের নির্দেশে, রাজ্য সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে, রাজ্য আইএনটিইউসি’র প্রায় সকল বরিষ্ঠ পদাধিকারী ও বেশ কিছু জেলা সভাপতি সহ, শিল্পসমূহের নেতৃবৃন্দ এবং শ্রমিক বন্ধুগণ, বিশেষত পরিবহন শিল্পের শ্রমিক কর্মীগণ পূর্ণ শক্তিতে, দুপুর ১টায় রাজাবাজার ট্রাম ডিপো-তে উপস্থিত থেকে প্রতিবাদ অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন।
রাজ্য আইএনটিইউসি’র তরফে বলিষ্ঠ বক্তব্য রাখেন রাজ্য আইএনটিইউসি’র সহ-সভাপতি মাস্টার নিজাম সাহেব ও অন্যতম সাধারণ সম্পাদক শ্রী দিব্যেন্দু মিত্র। শুরুতেই, পূর্ব নির্ধারিত কর্মসূচী থাকায়, আইএনটিইউসি’র প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ শ্রী প্রদীপ ভট্টাচার্য, তাঁর সংক্ষিপ্ত বক্তব্য রেখে, অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে, বিদায় গ্রহণ করেন। জমায়েতে রাজ্য আইএনটিইউসি’র তরফে উপস্থিত ছিলেন শ্রী সুভাষ চন্দ্র নাহা, শ্রী তপন আগরওয়াল, শ্রী সৌরভ কুণ্ডু, শ্রী প্রমোদ পাণ্ডে, শ্রী সুনীল সিং, ইমরান খান, শ্রী গোপীনাথ নাইয়া, শ্রী সৌমক পালিত, সায়েস্তা কাদির, ইন্তেখাব আখতার সহ আরো নেতৃবৃন্দ ও শ্রমিক সদস্যগণ।
উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল দুপুর ২টায় রাজ্য সভাপতি জনাব কামরুজ্জামান কামার সাহেব, অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের পদাধিকারীদের সাথে, রাজ্য পরিবহন মন্ত্রীর দফতরে উপস্থিত থেকে পরিবহন মন্ত্রীকে একটি স্মারকলিপি প্রদান করবেন।