You are currently viewing আজ ২৬শে আগস্ট ২০২৪ সকালে রাজ্য আইএনটিইউসি সেবাদলের কর্মীরা, আইএনটিইউসি রাজ্য সভাপতি এম কামরুজ্জামান কামারের নির্দেশানুসারে, “সিবিআই-এর তদন্ত শেষ হতে আর কত দেরি” জানতে সল্ট লেকের সিজিও কমপ্লেক্সের সামনে একটি বিক্ষোভ প্রদর্শন করতে উপস্থিত হয়েছিল

আজ ২৬শে আগস্ট ২০২৪ সকালে রাজ্য আইএনটিইউসি সেবাদলের কর্মীরা, আইএনটিইউসি রাজ্য সভাপতি এম কামরুজ্জামান কামারের নির্দেশানুসারে, “সিবিআই-এর তদন্ত শেষ হতে আর কত দেরি” জানতে সল্ট লেকের সিজিও কমপ্লেক্সের সামনে একটি বিক্ষোভ প্রদর্শন করতে উপস্থিত হয়েছিল

  • Post author:
  • Post category:News

আজ ২৬শে আগস্ট ২০২৪ সকালে রাজ্য আইএনটিইউসি সেবাদলের কর্মীরা, আইএনটিইউসি রাজ্য সভাপতি এম কামরুজ্জামান কামারের নির্দেশানুসারে, “সিবিআই-এর তদন্ত শেষ হতে আর কত দেরি” জানতে সল্ট লেকের সিজিও কমপ্লেক্সের সামনে একটি বিক্ষোভ প্রদর্শন করতে উপস্থিত হয়েছিল। সিবিআই-এর কাছে আরো জানতে চাওয়া হয় আদৌ কি সিবিআই তদন্ত সঠিক পথে এগোচ্ছে? নাকি দিদি-মোদি সেটিংয়ে দেরি করে গোটা ব্যাপারটা ঝুলিয়ে রাখা হচ্ছে।

প্রায় ১ ঘন্টার উপর চলা এই বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন আইএনটিইউসি সেবাদলের রাজ্য সভাপতি শ্রী প্রমোদ পাণ্ডে, আরো উপস্থিত ছিলেন শ্রী শংকর নাথ হাজরা, শায়েস্তা কাদির, শ্রী সমিত দাস, শ্রী পার্থ দে, শ্রী জয়দেব চক্রবর্তি, শ্রী ইন্দ্র নাথ দে, শ্রীমতি শিলা দেবী, টুটুল বাবু সহ বহু সহকর্মী ও বন্ধুরা।