বেকারদের কাজ, শ্রমকোড ও স্মার্ট মিটার সহ বিদ্যুৎ (সংশোধনী) বিল বাতিল, কৃষিপণ্যের ন্যায্যমূল্য, MGNREGA এর বকেয়া মজুরি পরিশোধ, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, দেশের সংবিধান, ধর্মনিরপেক্ষতা, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা সহ জীবন জীবিকা রক্ষার দাবিতে ও সমস্ত দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, শিল্প ভিত্তিক ফেডারেশন ও রাজ্যের কৃষক ক্ষেতমজুর সংগঠন সমূহের ডাকে আজ দুপুর ১:৩০ টায় কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু রোড স্থিত জোড়া গির্জার নিকটবর্তী বাম্বু ভিলা থেকে নিজাম প্যালেস পর্যন্ত মিছিলে পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটিইউসির মাননীয় সভাপতি জনাব মোঃ কামরুজ্জামান কামার সাহেবের নেতৃত্বে আইএনটিইউসির রাজ্য নেতৃত্ব, কলকাতা ও তৎসংলগ্ন জেলা আইএনটিইউসির নেতৃত্ব, আইএনটিইউসি সেবাদল, মহিলা আইএনটিইউসি সহ আইএনটিইউসি অনুমোদিত ইউনিয়নগুলির সদস্যরা বিপুল সংখ্যায় যোগদান করেন।
উক্ত কর্মসূচিতে জাতির জনক মহাত্মা গান্ধীজীর বেশে আমীর গান্ধী কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে এই আইন অমান্য আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেন।
মিছিল শেষে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও কৃষক সংগঠনের নেতৃবৃন্দ পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটিইউসির মাননীয় সভাপতি জনাব মোঃ কামরুজ্জামান কামার সাহেবের নেতৃত্বে নিজাম প্যালেসে কেন্দ্রীয় শ্রম আধিকারিক মহাশয়াকে শ্রমিক ও কৃষক স্বার্থে বিভিন্ন দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। সবশেষে জনাব কামরুজ্জামান কামার সাহেব তাঁর বক্তব্যের মাধ্যমে ২০২৪ সালে আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রের কৃষক ও শ্রমিক বিরোধী সরকারকে পরাস্ত করার লক্ষ্যে কৃষক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান। তিনি আরও বলেন যদি অবিলম্বে সন্দেশখালির অপরাধীদের সনাক্ত করে তাদের গ্রেপ্তার না করা হয় তবে দায়ভার গ্রহণ করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।