আজ (৩১.১২.২০২৩) প্রাক ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে, বছরের শেষের দিনে রাজ্য আইএনটিইউসি সেবাদল ও ৪৮ নম্বর ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে, প্রয়াত কংগ্রেস নেতা প্রাক্তন প্রদেশ সভাপতি সোমেন মিত্র মহাশয়ের ৮৪তম জন্ম দিবস উপলক্ষ্যে এক মহতী রক্ত দান অনুষ্ঠানের আয়োজন করা হয়, বৌবাজার ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রসিং-এর কাছে লেডি ডাফরিন ভিক্টোরিয়া হাসপাতালের বিপরীতে ইন্দিরা গান্ধীর মূর্তি সংলগ্ন স্থানে।
জাতীয় কংগ্রেস ও আইএনটিইউসির পতাকা উত্তোলন করেন রাজ্য আইএনটিইউসির সভাপতি মহ কামরুজ্জামান কামার সাহেব ও প্রদেশ কংগ্রেস সহসভাপতি শ্রী প্রশান্ত কুমার দত্ত মহাশয়। ফুল মালা দিয়ে ভারতরত্ন ইন্দিরা গান্ধী ও প্রয়াত নেতা সোমেন মিত্র মহাশয়কে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দলমত নির্বিশেষে সকল নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীবন্ধুরা।
কোনো উপহার বা উপঢৌকন ছাড়াই, আজ ১০৪ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সেইসঙ্গে, দুই শতাধিক ফুটপাতবাসীদের কম্বলদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যথাক্রমে:-
শ্রী পূর্ন ঘোষ
শ্রী দিব্যেন্দু মিত্র
শ্রী অমিতাভ চক্রবর্ত্তী
শ্রীমতি পূজা রায় চৌধুরী
শ্রী মানস ব্যানার্জী
শ্রীমতি সাগরিকা দাস
মহ ইমরান খান
শ্রী প্রীতম ঘোষ
শ্রী শুভংকর সরকার
শ্রী তপন দাস
শ্রী সৌরভ ঘোষ
শ্রীমতি কৃষ্ণা দেবনাথ
শ্রীমতি শ্রাবন্তী সিং
শ্রী সুমিত ঘোষ
শ্রী সুমন পাল
শ্রী রানা রায়চৌধুরী
শ্রী অতনু দে সরকার
অভিনেতা দিপ্তাংশু পাল
শ্রী পার্থ দে
জাহাঙ্গীর খান
শাহবাজ আলাউদ্দিন
শ্রী রামা গোস্বামী
শেখ তাহির
শেখ হুসেন
শ্রী রাজীব গোস্বামী
শ্রী রঞ্জিত কুমার চৌধুরী
শ্রী গুপি নাথ নাইয়া
শ্রী অশোক কুমার রায়
আজমল খান
সমীর আলম
জীসান আলী
শ্রী সুমন রায়চৌধুরী
শ্রী সমিত দাস
শ্রী নিলাংশু মুখার্জী
শ্রী বিশ্বজিৎ সরকার
শ্রী সত্যম বাগানি
শ্রী স্বপন সরকার
শ্রী সৌমেন বিশ্বাস
শ্রী মোহন পান্ডে
শ্রী প্রদীপ সরকার
শ্রী পূণ্য দে
শ্রীমতি সুমিত্রা নিয়োগী
শ্রী সুনীল সিং
শ্রী মনোজ সিং
শ্রী সুশীল সিং
শ্রী অজয় সিং
শ্রী সুব্রত শীল
শ্রী মন্টু পাল ও অন্যান্য নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন শ্রী শংকর নাথ হাজরা।
সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করেন শ্রী প্রমোদ পান্ডে, সভাপতি রাজ্য আইএনটিইউসি সেবাদল ও শ্রী ভীম বারিক, সভাপতি ৪৮ নম্বর ব্লক কংগ্রেস।
সহযোগিতায় ছিলেন উদ্যোক্তাগন :-
শ্রী নারায়ণ বিতর
শ্রী সত্যনারায়ণ বিশ্বাস
শ্রী দেবাশীষ
শ্রী স্বপন নন্দী
শ্রী বিনোদ সিং
শ্রী বিনোদ পাসি
শ্রীমতি শীলা দি
জাপানি দি
শ্রী ইন্দ্র কুমার দে ও অন্যান্যরা।