You are currently viewing সমস্ত কেন্দ্রীয় শ্রমিক ও কৃষক সংগঠনের ডাকে আজ বীরভূম জেলার সিউড়িতে সংগঠনের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আইন অমান্য ও জেল ভরো আন্দোলনের ডাক দেওয়া হয়

সমস্ত কেন্দ্রীয় শ্রমিক ও কৃষক সংগঠনের ডাকে আজ বীরভূম জেলার সিউড়িতে সংগঠনের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আইন অমান্য ও জেল ভরো আন্দোলনের ডাক দেওয়া হয়

  • Post author:
  • Post category:News


নুতন শ্রমকোড আইন তৎসহ বিদ্যুতের বিল, স্মার্ট মিটার বাতিল, রেল, ব্যাংক ও বীমা বেসরকারিকরণ, ন্যায্য দামে ফসল বিক্রয় করার সুবিধা, কৃষি ঋণ মকুব, মনরেগায় দৈনিক মজুরি ৬০০ টাকা ও বকেয়া টাকা প্রদান সহ একাধিক দাবিতে এই দিন দুপুর তিনটের সময় আইএনটিইউসির জেলা সভাপতি মৃনাল বসু, কার্যকরী সভাপতি পুলক রায় তৎসহ অন্যান্য সংগঠনের নেতৃত্বে প্রায় হাজার দুয়েক মানুষের একটি মিছিল সিউড়ির পুলিশ লাইনে নিকট রেডক্রস সোসাইটির সামনে থেকে বীরভূমের জেলা শাসকের দপ্তরে আইন অমান্য ও জেল ভরো আন্দোলনে অংশ গ্রহন করেন এবং পথসভা ও বক্তৃতার পর আইন অমান্য করতে গেলে প্রথমে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় এরপর পুলিশ আইএনটিইউসির জেলা সভাপতি মৃনালকান্তি বসু, সঞ্জয় অধিকারী, রথীন সেন, বিবেকানন্দ সাউ, সত্যব্রত ভট্টাচার্য, সেখ রাজ্জাক, বাদশা আলম সহ আরও অনেক নেতা ও কর্মীকে তৎসহ অন্যান্য সংগঠনের নেত্রীবৃন্দকেও গ্রেফতার করেন এবং সিউড়ির থানায় নিয়ে যান।

এই দিনের কর্মসূচিতে বীরভূম আইএনটিইউসির অনুমোদিত বিভিন্ন্ ইউনিয়নের সদস্যরা সতস্ফুর্ত ভাবে বিশেষ করে মহিলারা বিপুল সংখ্যায় অংশ গ্রহন করেন।