আজ হাওড়ার শরৎ সদনে পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী সুব্রতা রাসু দত্ত ও “নারী ন্যায়” ইনচার্জ শ্রীমতী শ্রাবন্তী সিং-এর উদ্যোগে “নারী ন্যায় সম্মেলন” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী অলকা লাম্বা জী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য্য, এআইসিসি সম্পাদিকা আম্বা প্রসাদ, রাজ্য আইএনটিইউসির সভাপতি জনাব মহ কামরুজ্জামান কামার, রাজ্য আইএনটিইউসি’র সাধারণ সম্পাদক শ্রী দিব্যেন্দু মিত্র, রাজ্য ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াংকা চৌধুরী, প্রদেশ কংগ্রেস সহ-সভানেত্রী ডা: মায়ারানী ঘোষ, সাধারণ সম্পাদিকা শ্রীমতী কৃষ্ণা দেবনাথ, হাওড়া জেলা কংগ্রেস সভাপতি পলাশ ভান্ডারী ও অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।
প্রথমেই সম্প্রতি জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সবাই কালো ফিতা বেঁধে আজ কালা দিবস পালন করেন ও প্রত্যেকে এই ঘৃন্য ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র সমালোচনা করেন।
অলকা লাম্বা মহাশয়া নারীদের ওপর ক্রমাগত অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলেন বিশেষ করে পশ্চিমবঙ্গে যেখানে মুখ্যমন্ত্রী নিজেই মহিলা সেখানকার মহিলাদের ওপর নির্যাতনের কড়া সমালোচনা করেন এবং এর প্রতিকার করতে মহিলা কংগ্রেসের হাত ধরে সকল মহিলাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে মহিলা কংগ্রেসের “প্রিয়দর্শিনী উড়ান” যোজনার মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগ ঘোষণা করেন।
সারা বাংলার প্রায় দেড় হাজার মহিলা যাঁদের অধিকাংশই খেটে খাওয়া মহিলা আজকের এই সম্মেলনে সামিল হন। ১০০০ জনের ক্ষমতা সম্পন্ন এই শরৎ সদন হল আজ উপচে পড়ে এবং সব মহিলাদের বসার জায়গাই দিতে পারেনি। বিগত দশ বছরে ও সাম্প্রতিককালে যেখানে কংগ্রেস প্রায় ৫০ বছর ধরে ক্ষমতায় নেই সেই পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেসের ইতিহাসে এই বিশাল মহিলা সম্মেলন একটি দৃষ্টান্তমূলক ঘটনা বলে বিবেচিত হচ্ছে।




