*13th February 2024 সারা রাজ্যে আইন অমান্য জেলভরো প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকছে।*
সংগ্ৰামী সাথীবৃন্দ,
05th February 2024 সোমবার বিকালে ৪টায় সি আই টি ইউ রাজ্য দপ্তরে রাজ্যের কেন্দ্রীয় শ্রমিক কর্মচারি সংগঠন সমূহের সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় আগামী 13th February 2024 কেন্দ্রের জনবিরোধী জাতীয়স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে শ্রমিক কৃষক ক্ষেতমজুরদের রাজ্যে প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতির চেকআপ করা হয় এবং জমায়েত ও আইন অমান্যের সিদ্ধান্ত হয়।
এরসাথে কেন্দ্রের জন বিরোধী বাজেটের প্রতিবাদ করা হবে। রাজ্যের বর্তমান সরকারের দুর্নীতি ভ্রস্টাচার জনবিরোধী নীতির বিরুদ্ধে ও প্রতিবাদ করা হবে।
রাজ্যসরকার 13th February 2024 ছুটি ঘোষনা করলেও জেলাশাসকের দপ্তর জেলার প্রশাসনের প্রধান দপ্তর। তাই বন্ধ থাকার কথা নয়। প্রতিবাদ মিছিল, বড়জমায়েত, আইন অমান্য, জেলাদপ্তর অভিযান করতে অসুবিধা নেই।
ক্ষেত্রবিশেষে জেলার প্রশাসনিক দফতরে (কেন্দ্রীয় বা রাজ্য সরকারি) অভিযান সংগঠিত করা যেতে পারে। এবিষয়ে পরিস্থিতি অনূযায়ী জেলার শ্রমিক কৃষক ক্ষেতমজুর নেতৃত্বদের সিদ্ধান্ত নিতে হবে। ঐ দিন আমাদের সংগঠিত প্রতিবাদ সংগঠিত করতেই হবে। জেলায় জেলায় প্রস্তুতি চলছে। বাকি এই কয়েক দিন আমাদের প্রচারে সর্বশক্তি নিয়োগ করতে হবে। ভাল জমায়েত করতেই হবে।
*কলকাতার জন্য 13th February 2024, 1:30 মিনিটে জমায়েত হবে Income Tax office Bamboo Villa-র সামনে। তারপর অভিযান হবে Nizam Palace কেন্দ্রীয় শ্রম দফতরে।*
সারা দেশে 16th February 2024 কেন্দ্রের বিরুদ্ধে শ্রমিক কৃষক ক্ষেতমজুরদের প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হবে। কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে আগামী 13th February 2024 রাজ্যে আই সি ডি এস, আশা, মিড ডে মিল সহ স্কিম ওর্য়াকাররা ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘট করে ওরা কর্মসূচিতে অংশ গ্রহন করবে। এছাড়াও, কয়লাসহ আরও কয়েকটি সেক্টরে 16th ধর্মঘট হবে।
সকল জেলা সভাপতি, রাজ্য আইএনটিইউসির নেতৃবৃন্দ, Sectoral Unit, Federation, Frontal Wing দের 13th February -র কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উক্ত কর্মসূচি সফল করতে আহ্বান জানান হচ্ছে।
অভিনন্দন সহ,
মহ কামরুজ্জামান কামার, সভাপতি,
আইএনটিইউসি পশ্চিমবঙ্গ শাখা।