রাজ্যের প্রায় ১৫ লক্ষ হকারদের সামাজিক ও অর্থনৈতিক শোষনের হাত থেকে সুরক্ষিত করতে, তাঁদের আইনী অধিকার নিশ্চিত করতে আজ রাজ্য আইএনটিইউসির সভাপতি মহ কামরুজ্জামান কামার সাহেবের নেতৃত্বে রাজ্য আইএনটিইউসির সদর দফতরে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রতিটি জেলায় জেলায় হকারদের সংগঠিত করতে তাঁদের আইএনটিইউসি ইউনিয়নের ছত্রছায়ায় নিয়ে আসার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সঙ্গে রাজ্যে হকার ফেডারেশন তৈরি করার জন্য অবিলম্বে কেন্দ্রীয় কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলার জেলা সভাপতিগণ উপস্থিত ছিলেন। সভার কাজ পরিচালনা করেন রাজ্য আইএনটিইউসির সাংগঠনিক সম্পাদক অসিত সাহা।