You are currently viewing ৩০/০১/২০২৫ তারিখে, দুর্গাপুরের রাজেন্দ্র ভবনে, অ‍্যালয় স্টীল ওয়ার্কার্স ইউনিয়ন এবং এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়

৩০/০১/২০২৫ তারিখে, দুর্গাপুরের রাজেন্দ্র ভবনে, অ‍্যালয় স্টীল ওয়ার্কার্স ইউনিয়ন এবং এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়

  • Post author:
  • Post category:News

গতকাল অর্থাৎ ৩০/০১/২০২৫ তারিখে, দুর্গাপুরের রাজেন্দ্র ভবনে, অ‍্যালয় স্টীল ওয়ার্কার্স ইউনিয়ন এবং এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই বার্ষিক সম্মেলনে, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য INTUC’র সভাপতি শ্রী কামরুজ্জামান কামার সাহেব।

এই বার্ষিক সম্মেলনে সর্বসম্মত ভাবে ASWU/ASP/ INTUC ইউনিয়নের সভাপতি পুনরায় নির্বাচিত হন ন্যাশনাল INTUC’র সভাপতি সম্মানীয় ড: জি সঞ্জীবা রেড্ডি জী, সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ দত্ত, কোষাধ্যক্ষ শ্রী স্নেহাংশু সুপকার সহ অন্যান্য নেতৃত্ব।

উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন রাজ্য INTUC’র সভাপতি তথা রাষ্ট্রীয় বরিষ্ঠ সম্পাদক শ্রী কামরূজ্জামান কামার সাহেব, বিশেষ অতিথি ছিলেন জেলা সভাপতি শ্রী সুভাষ সাহা এবং প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তথা প্রদেশ কংগ্রেস কার্যকরী কমিটির সদস্য শ্রী তরুণ রায়, HSWU/DSP/ INTUC’র যুগ্ম আহ্বায়ক তথা রাজ্য INTUC’র বরিষ্ঠ সম্পাদক শ্রী রজত দীক্ষিত, ঐ সংগঠনের কার্যকরী সভাপতি শ্রী পরেশ কর্মকার ও কোষাধ্যক্ষ শ্রী বরুন চ্যাটার্জী, রাজ্য INTUC’র সম্পাদক শ্রী বিপ্লব রঞ্জন নাগ।

এছাড়াও উপস্থিত ছিলেন এএসপির অন্যান্য ইউনিয়নের (CITU, INTTUC, BMS) নেতৃত্ব বৃন্দরা এবং অসংখ্য কর্মী ও সমর্থক।