আজ (১৯.০৬.২০২২) All Bengal MGNREGA Workers Congress (INTUC)- এর প্রথম রাজ্য সম্মেলন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে যদু ভট্ট মঞ্চ অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিইউসির সভাপতি তথা উক্ত Union-এর সভাপতি মহ কামরুজ্জামান কামার। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তিনি সম্মেলনের শুভ সূচনা করেন।
কামার সাহেবের হাত ধরে প্রথমে তৃণমূল ও পরে নকশাল পন্থী সংগঠন দ্বারা পরিচালিত All Bengal MGNREGA Employees Union আজ আইএনটিইউসি পরিচালিত উপরোক্ত ইউনিয়নের সঙ্গে মিশে যায়।
তাঁর বক্তব্যে কামার সাহেব এই MGNREGA -র ইতিহাস ও সেই সময়ে MGNREGA নিয়ে বিজেপির তুমুল বিরোধীতার কথা উল্লেখ করেন। সেই সঙ্গে ১০০ দিনের জায়গায় কমপক্ষে ২০০ দিনের কাজ দাবি করেন ও নুন্যতম মজুরি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের বেঁধে দেওয়া মজুরি দাবি করেন।
তিনি বলেন, উপরোক্ত এই দাবিগুলোর ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার যদি নীরব থাকে এবং সবাইকে Job Card না দিয়ে MGNREGA কর্মীদের ওপর শোষণ চালাতে থাকে তাহলে আগামী দিনে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ঐতিহাসিক আন্দোলনের পথে নামবে আইএনটিইউসি।
সম্মেলনে উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইএনটিইউসির সভপতি মৃণাল কান্তি বোস, বাঁকুড়া জেলা কংগ্রেস সভাপতি নীলমাধব গুপ্ত, রাজ্য আইএনটিইউসির কোষাধ্যক্ষ আশীষ কুন্ডু, দীপক ব্যানার্জী, রজত দিক্ষিত সহ অন্যান্য নেতবৃন্দ ও ইউনিয়নের প্রতিটি জেলার প্রতিনিধিবৃন্দ।
সমগ্ৰ সম্মেলনটি সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব রঞ্জন নাগ।