৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস – একটি বিশেষ দিন যা বিশ্বব্যাপী নারীদের কৃতিত্ব ও অবদানকে সম্মান জানাতে পালিত হলো হাওড়া জেলার দাসনগরে INTUC WOMEN WORKERS COMMITTEE, পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে।
পশ্চিমবঙ্গ প্রদেশ INTUC সভাপতি সম্মানীয় এম কামরুজ্জামান কামার মহাশয় ও রাজ্য মহিলা আইএনটিইউসি সভানেত্রী শ্রাবন্তী সিং – মহাশয়ার উদ্দোগ্যে এই অনুষ্ঠান পালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – বিশ্বকাপে স্বর্ণজয়ী ভারতীয় শ্যুটার রনিতা সর্দার ও তার দুই কোচ অনিমেষ নষ্কর ও দেবযানী নষ্কর পাত্র।
এছাড়া G-20 সামিটে দেশের রাষ্ট্রনেতাদের সামনে সরোদ বাদ্য বাজিয়েছিলেন মৈশালী দত্ত। সেখানে দেশের নানান প্ৰান্ত থেকে সরোদ শিল্পীরা এসেছিলেন তাদের মধ্যে প্রধানমন্ত্রীর থেকে অন্যতম সেরার শিরোপা পায় হাওড়ার তথা পশ্চিমবঙ্গের মৈশালী দত্ত।
INTUC WOMEN WORKERS COMMITTEE পশ্চিমবঙ্গের শাখার পক্ষ থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে ওঁনাদের এই প্ৰতিভাকে স্মারক দ্ধারা সম্মানিত করা হয়।
ঐ অনুষ্ঠানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যাবস্থা করা হয়। সেই সঙ্গে অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত প্রীতিভোজেরও আয়োজন করা হয়।