কংগ্রেস সাংসদ শ্রী রাহুল গান্ধীর #ভারতজোড়োযাত্রা #BharatJodoYatra তে অনুপ্রাণিত হয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের আহ্বানে আজ গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম থেকে শুরু হলো #Sagar2Pahar #SagarThekePahar যাত্রা।
এই এই যাত্রা ৮টি জেলার উপর দিয়ে প্রায় ৮০০ কিমি পথ অতিক্রম করে দার্জিলিং জেলার কার্শিয়াং এ শেষ হবে আগামী ২৩শে জানুয়ারি,২০২৩ এ। আজ এই যাত্রার শুভ সূচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী, উপস্থিত আছেন সাংসদ ও পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক ডঃ চেল্লাকুমার, পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটিইউসির সভাপতি এম কামরুজ্জামান কামার সাহেব, প্রদেশ কংগ্রেস সহ সভাপতি শ্রীমতি মায়া ঘোষ, প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন বিরোধী দলনেতা জনাব আব্দুল মান্নান, প্রদেশ সহ সভাপতি জনাব মুখতার আনসারী, কলকাতা পুরসভার কংগ্রেস কাউন্সিলর শ্রী সন্তোষ পাঠক ও বিশিষ্ট রাজ্য নেতৃবৃন্দ তথা অমিতাভ চক্রবর্তী, তপন আগরওয়াল, তবরেজ আলম, গৌতম সাহা, এস কে সামাদ, আরিফ আহেমদ সেখ, দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি জয়ন্ত দাস, সবিরুদ্দিন মল্লিক, মহিলা কংগ্রেস রাজ্য সভাপতি শ্রীমতি সুব্রতা (রাসু) দত্ত ও আরো অসংখ্য প্রদেশ ও জেলা নেতৃবৃন্দ ও অগণিত কর্মী, সমর্থক।