You are currently viewing গত ২৩.০৮.২০২২ থেকে বন্ধ থাকা হুগলির গোন্দলপাড়া জুট মিল আগামীকাল থেকে খুলছে। উৎপাদন চালু হবে ১লা আগষ্ট, ২০২৩ সকাল ৬ টা থেকে।

গত ২৩.০৮.২০২২ থেকে বন্ধ থাকা হুগলির গোন্দলপাড়া জুট মিল আগামীকাল থেকে খুলছে। উৎপাদন চালু হবে ১লা আগষ্ট, ২০২৩ সকাল ৬ টা থেকে।

  • Post author:
  • Post category:News

গত ২৩.০৮.২০২২ থেকে বন্ধ থাকা হুগলির গোন্দলপাড়া জুট মিল আগামীকাল থেকে খুলছে। উৎপাদন চালু হবে ১লা আগষ্ট, ২০২৩ সকাল ৬ টা থেকে।


আজ পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতরে এই মর্মে চুক্তি স্বাক্ষরিত হয়। শ্রম আধিকারিকের তত্ত্বাবধানে আইএনটিইউসি পরিচালিত NUJW সহ ১১ টি ইউনিয়ন ও মিল ম্যানেজমেন্টের মধ্যে হওয়া চুক্তিতে বলা হয় এতদিন কাজ বন্ধ থাকার জন্য মিল শ্রমিকদের Continuity of Job লঙ্ঘিত হবে না এবং তা No work no pay হিসেবে গণ্য হবে।

চুক্তিপত্রে ইউনিয়নগুলির মধ্যে প্রথম ও প্রধান স্বাক্ষরকারী হিসেবে স্বাক্ষর করেন আইএনটিইউসি পরিচালিত NUJW-র রাজ্য কমিটির কোষাধ্যক্ষ শ্রী অশোক কুমার খান।