আজ বৈকাল ৪.৩০ টায় আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে, কংগ্রেস সমর্থিত ও বামফ্রন্ট মনোনীত, সিপিআইএম প্রার্থী ডঃ সুকৃতি ঘোষালের সমর্থনে অ্যালয় স্টীল কারখানার মেনগেটের সন্মুখে যে পথসভার ডাক দেওয়া হয়েছিলো তা সকল ইউনিয়নের সদস্যদের উপস্থিতিতে ও সহযোগিতায় সেই সভাটি একটি সফল পথসভায় পরিনত হয় এবং যৌথ ট্রেড ইউনিয়নের (INTUC & CITU) উদ্যোগে ASP প্লান্টের ভিতর থেকে একটি মহা মিছিল সংগটিত হয়ে পথ সভায় যোগ দেয়।
আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী ডঃ সুকৃতি ঘোষাল, পশ্চিম বর্ধমান জেলা আইএনটিইউসি’র সভাপতি শ্রী সুভাষ সাহা, ASWU/ASP/ INTUC’র সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ দত্ত, সহ সম্পাদক শ্রী আশীষ রায়, শ্রী উত্তম ভট্টাচার্য, শ্রী বিপ্লব মুখার্জি, শ্রী পথদূত দে, HSWU/DSP/INTUC’র যুগ্ম সম্পাদক শ্রী রজত দীক্ষিত, শ্রী উৎপল বাবু, অসীম মশান, গোপাল বাবু , ASPTMC/ASP র সাধারণ সম্পাদক শ্রী বিধান বাউরি, DTPS (DVC) ঠিকা মজদুর কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ০২ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি শ্রী সৌমেন বাউরি এবং সিপিআইএম’র জেলা সম্পাদক শ্রী গৌরাঙ্গ চক্রবর্তী, CITU’র পক্ষ থেকে শ্রী বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, ললিত মিশ্র, নোবেন্দু সরকার, নিখিল দাস সহ INTUC ও CITU র অন্যান্য নেতৃত্ববৃন্দ।