You are currently viewing পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১১.৩০ঘটিকায় আইএনটিইউসি সেবাদল, সভাপতি প্রমোদ পান্ডের ব্যবস্থাপনায়, নিট কেলেঙ্কারির বিরুদ্ধে, যোগী আদিত্যানাথের প্রতিরূপকে সঙ্গী করে বৌবাজার চৌরাস্তা থেকে মেডিকেল কলেজের ২ নম্বর জরূরী প্রবেশ দ্বার পর্যন্ত মিছিল সহকারে প্রতিবাদ কর্মসূচি পালন করা হোল রাজ্য আইএনটিইউসি সভাপতি কামারুজ্জামান কামার সাহেবের নেতৃত্বে

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১১.৩০ঘটিকায় আইএনটিইউসি সেবাদল, সভাপতি প্রমোদ পান্ডের ব্যবস্থাপনায়, নিট কেলেঙ্কারির বিরুদ্ধে, যোগী আদিত্যানাথের প্রতিরূপকে সঙ্গী করে বৌবাজার চৌরাস্তা থেকে মেডিকেল কলেজের ২ নম্বর জরূরী প্রবেশ দ্বার পর্যন্ত মিছিল সহকারে প্রতিবাদ কর্মসূচি পালন করা হোল রাজ্য আইএনটিইউসি সভাপতি কামারুজ্জামান কামার সাহেবের নেতৃত্বে

  • Post author:
  • Post category:News

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১১.৩০ঘটিকায় আইএনটিইউসি সেবাদল, সভাপতি প্রমোদ পান্ডের ব্যবস্থাপনায়, নিট কেলেঙ্কারির বিরুদ্ধে, যোগী আদিত্যানাথের প্রতিরূপকে সঙ্গী করে বৌবাজার চৌরাস্তা থেকে মেডিকেল কলেজের ২ নম্বর জরূরী প্রবেশ দ্বার পর্যন্ত মিছিল সহকারে প্রতিবাদ কর্মসূচি পালন করা হোল রাজ্য আইএনটিইউসি সভাপতি কামারুজ্জামান কামার সাহেবের নেতৃত্বে।

এই বর্নাঢ্য মিছিলে পায়ে পা মেলালেন বহু নেতা ও কর্মী এবং বন্ধুরা তাদের মধ্যে উল্লখযোগ্যরা হলেনঃ শ্রী তপন দাস, শ্রী তপন আগরওয়াল, জনাব ইমরান খান, শ্রী শঙ্কর নাথ হাজরা, শ্রী সৌরভ ঘোষ, শ্রী আশীষ সাহা, শ্রীমতি সাগরিকা দাস, শ্রী সত্য নারায়ণ দাস, শ্রী অসিত সাহা, শ্রী রাহুল পান্ডে, সৌম্য সুদেষ্ণা সরকার, শ্রী সুনীল সিং, শ্রীমতি প্রিয়মা দাস, শ্রী সুশীল সিং, শ্রী সমিত দাস, শ্রী ইন্দ্র কুমার দে, শ্রী পার্থ দে, শ্রী বিনোদ সিং, শ্রী অরিজিৎ বারিক, শ্রী জয়দেব চক্রবর্তী, শ্রী সৌরভ নস্কর এবং আরো বহু সহযোদ্ধা গণ।

সকলের উল্লেখযোগ্য উপস্থিতিতে আজকের এই কর্মসূচি চূড়ান্ত সফল হল।