কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশনের মজদুর কংগ্রেস পঞ্চায়েতের (আইএনটিইউসি অনুমোদিত) বার্ষিক সম্মেলন তথা প্রকাশ্য সমাবেশ আজ কলকাতা করপোরেশনের হেড অফিসের গেটে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তা রূপে উপস্থিতি ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটিইউসি’র সভাপতি জনাব এম কামরুজ্জামান কামার সাহেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিইউসি’র সাধারণ সম্পাদক শ্রী দিব্যেন্দু মিত্র।
অনুষ্ঠানে অথিতি বক্তা রূপে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার,
কংগ্রেস মজদুর পঞ্চায়েতের সভাপতি, প্রাক্তন রাজ্য আইএনটিইউসি ও প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন সাংসদ শ্রী প্রদীপ ভট্টাচার্য।
DA ছাড়াও সম্মেলনের মূল দাবী ছিল ঠিকা কর্মীদের সম কাজে সম বেতন, শূন্য পদে স্হাযী নিয়োগ, অবসরপ্রাপ্তদের বকেয়া প্রদান, রাজ্য সরকারি কর্মীদের ন্যায্য মেডিক্লেম সুবিধা প্রদান ইত্যাদি।
প্রকাশ্য সমাবেশে সঞ্চালক ছিলেন মজদুর কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী শংকর রায় যিনি অত্যন্ত সুচারু ভাবে স্বীয় দায়িত্ব পালন করেন।
সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিইউসি ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের বিশিষ্ট নেতৃবৃন্দ।










